শ্রীমঙ্গলে তাপমাত্রা ১১.৪ ডিগ্রিতে নেমেছে

  04-12-2019 08:55PM

পিএনএস ডেস্ক : মৌলভীবাজার শ্রীলমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে ওই উপজেলায়। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশার সঙ্গে রয়েছে কনকনে ঠাণ্ডা বাতাসও।

বুধবার সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গলে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীমঙ্গলে দিনের বেলা কিছুটা তাপমাত্রা থাকলেও সন্ধ্যার পর থেকে হিমেল ঠান্ডা বাতাসের সঙ্গে শীত অনুভূত হতে থাকে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান জানান, আজ সকালে শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের মঙ্গলবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।’

তিনি আরো জানান, চলতি শীত মৌসুমে শ্রীমঙ্গলে রেকর্ডকৃত এই তাপমাত্রা। এ পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন