মোরেলগঞ্জে কুরআন মাশক-এর দিনব্যাপি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

  05-12-2019 07:24PM

পিএনএস, মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে পবিত্র মহাগ্রন্থ আল কুরআন মাশক করার লক্ষ্যে হেফজ বিভাগের শিক্ষক ও ছাত্রদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পল্লীর হোগলপাতী গ্রামে সদ্য প্রতিষ্ঠিত এইচ,এম,জি ফারুক বিন আবদুল করিম হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত দিনব্যাপি প্রশিক্ষন কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন প্রদান করেন বাংলাদেশ হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষক এবং খুলনা বিভাগীয় শিক্ষা সচিব ও খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের ইমাম হাফেজ কারী মাওলানা মো. মাস্তাকিম বিল্লাহ।

মাষ্টার মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে ও মাদ্রাসার পরিচালক হাফেজ মো. আনিসুর রহমানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক এবং বাগেরহাট আর-ইসলাহ ট্রাস্ট পরিচালিত মাদ্রাসায়-ই-তালিমুল কুরঅনের শিক্ষক হাফেজ মাওলানা মো. মোদচ্ছের হোসাইন। অনুষ্ঠানে মোরেলগঞ্জ- শরণখোলার বিভিন্ন হেফজ মাদ্রাসার ২ শতাধিক শীক্ষক-ছাত্র, এইচ,এম,জি ফারুক বিন আবদুল করিম হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. বজলুর রশীদ (ফারুক), প্রিন্সিপাল মাওলানা আনিসুর রহমানসহ স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রান মুসল্লীরা অংশ গ্রহন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন