উল্টোপথে আসা বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

  06-12-2019 04:50PM


পিএনএস ডেস্ক: নরসিংদীর রায়পুরায় উল্টোপথে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় বাদল মিয়া ভাণ্ডারী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালক সালাউদ্দিনকে আটক করেছে পুলিশ।

নিহত বাদল মিয়া ভাণ্ডারী উপজেলার মরজাল গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে। ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিতাস এক্সপ্রেস বাসটি চালক মহাসড়কের উল্টো পথে চালিয়ে যাচ্ছিল। এসময় বাসটি মরজাল বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় বাদল মিয়া মহাসড়ক পার হতে গেলে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, চলতি পথে বাসটির স্টিয়ারিং বিকল হয়ে গেছে জানিয়েছে আটক চালক। বাসটি বিআরটিএর কর্মকর্তারা পরীক্ষা করার পর দুঘর্টনার সঠিক কারণ জানা যাবে। নিহত ব্যক্তির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন