চট্টগ্রামে ‘যৌতুকের’ জন্য গৃহবধূকে ‘হত্যা’

  08-12-2019 12:57PM


পিএনএস ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলায় জিরি ইউনিয়নে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন মজুমদার জানান, খবর পেয়ে শনিবার পটিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত খায়রুন্নেছা কুসুম (২৫) জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি গ্রামের মো. ইব্রাহিমের স্ত্রী ও একই উপজেলার বড়লিয়া ইউনিয়নের পেরোলা গ্রামের আবুল কাসেমের মেয়ে।

এসআই বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী, শ্বশুর-শাশুড়ি, ননদসহ ওই পরিবারের সবাই পলাতক রয়েছে।

নিহত খায়রুন্নেছার ভাই মো. কায়সার অভিযোগ করেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য আমার বোনের ওপর শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করতো। শনিবার তারা আমার বোন অসুস্থ বলে আমাদের খবর দেয়।

তিনি বলেন, ‘আমরা বোনের শ্বশুর বাড়িতে গেলে তারা আমাদেরকে প্রথমে বলেছে হার্ট অ্যাটাক করে বোন মারা গেছে। আমরা বোনের গলার নিচে কালো দাগের বিষয়ে জিজ্ঞাসা করলে তখন তারা সে আত্মহত্যা করেছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা এ নিয়ে থানায় খবর দেয়ার পর পুলিশ আসার আগেই শ্বশুর বাড়ির সবাই পালিয়ে যায়।’ ইউএনবি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন