মৌলভীবাজারে হানাদার মুক্ত দিবস পালিত

  08-12-2019 02:40PM


পিএনএস ডেস্ক: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যা লি ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজার হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মৌলভীবাজার মুক্ত হয়।

দিবসটি উপলক্ষে রবিবার সকালে মৌলভীবাজার শহরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান। এরপর শহরে আনন্দ র্যা লি বের হয়। র্যাালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আযোজনে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, সাবেক জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন , পৌর মেয়র ফজলুর রহমানসহ মুক্তিযোদ্ধাবৃন্দ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন