শেরপুরে দুর্নীতিবিরোধী মানববন্ধন

  09-12-2019 06:16PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (০৯ডিসেম্বর) বেলা ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিও পালন করেন তাঁরা। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে দুর্নীতিবিরোধী শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু।

সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাকের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. খাদিজা খাতুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ, সদস্য সচিব আব্দুস সাত্তার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আইয়ুব আলী, সদস্য মাহবুবুল আলম হিরু, সুধীন্দ্র নাথ রায়, প্রতিভা রাণী, আনোয়ারা খাতুন, জিএম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচিতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন