সুন্দরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত

  10-12-2019 05:14PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : সুন্দরগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধাগণের যুদ্ধকালিন স্মৃতি ভিত্তিক প্রামাণ্যচিত্র নির্মাণ প্রকল্পের আওতায় মঙ্গলবার ১০ ডিসেম্বর সুন্দরগঞ্জ থানা হানাদার মুক্ত দিবস উপলক্ষে গল্পে গল্পে মুক্তিযুদ্ধ প্রামাণ্যচিত্রের মোড়ক উন্মোচন ও বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, সহকারি কমিশনার (ভুমি) রাসেল মিয়া, ভাইস চেয়াম্যান উম্মে ছালমা, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলাম, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, প্রেসক্লাব সাধারন সম্পাদক ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি আহসানুল হক চাদ, আ’লীগ নেতা এটিএম মাসুদ উল ইসলাম চঞ্চল, কমিউনিষ্ট পাটির উপজেলা সভাপতি নুরে আলম মানিক, কৃষক নেতা সাদেকুল ইসলাম দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদি রাসেল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বাবলু মিয়া প্রমুখ। এর আগে একটি র্যা লি ঢাক ঢোল পিটিয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ১৩০ জন মুক্তিযোদ্ধার মাঝে গল্পে গল্পে মুক্তিযুদ্ধ প্রামাণ্যচিত্রের সিডি তুলে দেন অতিথিবৃন্দ।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন