আখাউড়া সীমান্তে ৪ শিশুসহ ৯ রোহিঙ্গাকে আটক

  11-12-2019 05:21PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া জেলাপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে ভারতের ত্রিপুরায় যাওয়ার পথে ৪ শিশুসহ ৯ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া-আগরতলা সড়কের উপজেলা পরিষদের সামনে থেকে তাদের আটক করে আখাউড়া থানা পুলিশ।

আটককৃতরা হলেন- রোহিঙ্গা শরনার্থী শিবিরের কুতুপালং 1E ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম (৩০), কুতুপালং চাকমারকোল ওমানচ্যাট বিব্লক ক্যাম্পের বাসিন্দা মো. ইউনুস (১৮), একই একাকার বাসিন্দা মাজেদা খাতুন (২৫), ময়ূরা বেগম (৬), আয়েশা বিবি (৩) এবং চট্টগ্রামের জিওসি মোর এলাকার গার্মেন্টসে চাকরিরত আমেনা খাতুন (৫০), সেনোরা খাতুন (২২) তার মেয়ে জান্নাত (৫), ছেলে আজিজুর রহমান (১)।

আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী বলেন, শিশু ও মহিলাসহ ৯ রোহিঙ্গা আখাউড়া সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরায় যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়। পরে রাতে আখাউড়া পৌরশহরে ফিরে আসার পথে উপজেলা পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন