কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় দগ্ধদের রক্ত প্রয়োজন

  12-12-2019 02:43AM

পিএনএস ডেস্ক:রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়ার প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ ৩২ জনের সবার অবস্থা আশঙ্কাজনক। ১০ জনের ১০০ শতাংশ পুড়ে গেছে। ভর্তি হওয়া ৩২ জনেরই চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন। আগ্রহীদের বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা.সামন্ত লাল সেন বলেন, বুধবার রাতের মধ্যে সবার রক্তের গ্রুপিং করা হবে, বৃহস্পতিবার থেকে সবার রক্ত লাগবে।

বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন জানান, ভর্তি হওয়া সব রোগীর অবস্থা আশঙ্কাজনক, কারো সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। বৃহস্পতিবার সকালে সবাইকে অপারেশন থিয়েটারে নিয়ে ফুল অ্যাসেসমেন্ট করা হবে, ইমার্জেন্সি অপারেশন যাদের লাগবে সেগুলো করা হবে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চুনকুটিয়া হিজলতলা এলাকার প্রাইম অনটাইম প্লাস্টিক কারখানায় এই আগুন লাগে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন