লক্ষ্মীপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

  12-12-2019 03:36PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : সত্য-মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে, এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা সমাজ সেবা উপ-পরিচালক মো: নুরুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন