নবাবগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রীজ সংস্কারের দাবী

  13-12-2019 06:24PM

পিএনএস, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নেরে দারিয়া বাজারের পূর্ব পার্শ্বে একটি ব্রীজ ঝূঁকি পূর্ণ অবস্থায় পরিণত হয়েছে। ওই ব্রীজটি উপর দিয়েই প্রতিনিয়ত হাজার মানুষ যাতায়াত করে আসছে। মাহমুদপুর ইউনিয়ন পরিষদটি দারিয়া বাজারে অবস্থিত। সেখানে হাট বাজার বসে থাকে। রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ব্রীজটির উপর দিয়ে ইউনিয়ন পরিষদে, হাট-বাজারে ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সহ সাধারন মানুষের চলাচল অনবরত।

সরেজমিনে গিয়ে দেখা যায় ব্রীজটির দুধারের রেলিং ভেঙ্গে গেছে। উইং ওয়াল জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। মাহমুদপুর ইউনিয়নের ইউ,পি চেয়ারম্যান রহিম বাদশা জানালেন ব্রীজটি তৈরী করা হয়েছে ১৯৬৮ সালে তৎকালীন ইউ,পি চেয়ারম্যান ছলিম উদ্দীনের সময় কালীন। ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হলে ওই ব্রীজটির উপর দিয়ে ৮/১০টি গ্রামের মানুষকে যাতায়াত করতে হয়। এছাড়াও ওই সড়কটি রংপুরের পীরগঞ্জ পর্যন্ত লিংক রয়েছে। ওই এলাকার লোকেরাও যাতায়াত করে থাকে ওই ব্রীজটির উপর দিয়েই। তার এবং এলাকাবাসীর দাবী ব্রীজটি সংস্কারের। এ জন্য তারা সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন