পেঁয়াজর পাইকারি ও খুচরা দামে বড় ব্যবধান

  14-12-2019 02:18AM


পিএনএস ডেস্ক: চট্টগ্রামে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও খুচরায় কমেনি। দিন দিনই বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ছে।

বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে শুক্রবার চীন থেকে আনা বড় আকারের পেঁয়াজ ৪০-৪৫ টাকা কেজিতে বিক্রি হলেও খুচরায় ছিল ৭০-৮০ টাকা।

মিয়ানমারের পেঁয়াজ পাইকারিতে ৭০-৮০ টাকা হলেও, খুচরায় ছিল ১৪০ টাকার উপরে। এছাড়া মিসরীয় পেঁয়াজ খুচরায় ১২০-১২৫ টাকা দরে বিক্রি হচ্ছিল।

চীনা আদার দাম ১৯০ টাকা থেকে কমে ১৪০ টাকায় বিক্রি হয়। শীতকালীন সবজি ও মুরগির দাম ছিল নিম্নমুখী।

ক্রেতারা বলছেন, প্রশাসনের নজরদারির অভাবে খুচরা বাজারে পেঁয়াজের দাম কমছে না। শুক্রবার বন্ধ থাকায় খাতুনগঞ্জে সেভাবে বেচাবিক্রি হয়নি পেঁয়াজ। হাতেগোনা কয়েকটি দোকান খোলা ছিল। ফলে খুচরায় প্রভাব পড়েনি।

খাতুনগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ী মহিউদ্দিন মাহি বলেন, ‘মিয়ানমারের পেঁয়াজ আমদানি বেড়েছে। ফলে বাজারে পেঁয়াজের দাম অনেক কম। এছাড়া দেশি পেঁয়াজও জমি থেকে তোলা শুরু হয়েছে। দাম আরও কমবে।’

এদিকে চট্টগ্রাম নগরীতে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় দামও কমতে শুরু করেছে। গত সপ্তাহেও ফুলকপি ও শিম ৮০-৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও শুক্রবার ৫০-৬০ টাকায় বিক্রি হয়। বাঁধাকপি ও মুলার কেজি ৫০ টাকা কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন