সুলতান মেলা কাল থেকে শুরু

  15-01-2020 06:27PM

পিএনএস ডেস্ক : নড়াইলে বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ৯৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১২ দিনব্যাপী সুলতান মেলা শুরু হচ্ছে। শহরের সুলতান মঞ্চে ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে এ মেলা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।

বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশীদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য সাংবাদিক সুলতান মাহমুদসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল তিনটায় সুলতান মঞ্চে মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু.আনোয়ার হোসেন হাওলাদার। মেলার সমাপনী দিন অর্থাৎ ২৭ জানুয়ারী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্যাচার্য্য এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ১২ দিনব্যাপি সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, লাঠিখেলা, হা-ডু-ডু, ভলিবল, ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা, সাইকেল রেসসহ গ্রাম্য খেলাধুলা ।

সেই সঙ্গে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর মেলায় প্রতিদিন সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া এবারের সুলতান মেলায় স্থানীয় প্রায় ৩৪টি সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
নড়াইল জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম জানান, মেলার সমাপনী দিনে দেশের প্রখ্যাত একজন চিত্রশিল্পীকে সুলতান স্বর্ণপদক প্রদান করা হবে। তবে সুলতান পদক কে পাচ্ছেন তা এখনও নির্ধারিত হয়নি।

উল্লেখ্য, শিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন