পাবনায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত কিশোরের মৃত্যু

  15-01-2020 10:30PM

পিএনএস ডেস্ক : পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (আনুমানিক বয়েস ১৩) এক কিশোর মারা গেছে। বুধবার দুপুরে ভাঙ্গুড়া বড়ালব্রিজ স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহতের গায়ে খয়েরি রঙের জ্যাকেট ও পরনে ছিল নীল রঙের ফুল প্যান্ট ছিলো। নিহত কিশোরের ডান চোখের পাশে আঘাতের চিহ্ন ছিল।

স্থানীয় কলেজশিক্ষক আব্দুর রহিমসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুরে ওই কিশোর বড়াল ব্রিজ রেল স্টেশনের পশ্চিম পাশে রেল লাইনের ধারে বসে ছিলো। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করছিল। কিন্তু ওই কিশোর রেল লাইনের পাশ থেকে দূরে না যাওয়ায় ট্রেনের ধাক্কায় সে স্টেশনের ওপর ছিটকে পড়ে।

এতে কিশোরটি মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং তার নাক ও কান দিয়ে রক্ত ঝরতে থাকে। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই সে মারা যায়।

স্থানীয়রা বলেন, তাদের ধারণা কিশোরটি কিশোরটি কানে কম শুনতো।

ঘটনার সত্যতা স্বীকার করে বড়ালব্রিজ স্টেশনের বুকিং সহকারি মেহেদী মামুন বলেন, ঘটনার পরপরই সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে অবগত করা হয়।

এ ব্যাপারে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবুল হাশেম খন্দকার জানান, খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল পাঠান হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন