মহাদেবপুরে পরিযায়ী পাখি সংরক্ষণে মতবিনিময় সভা

  16-01-2020 03:27PM

পিএনএস, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর পরিযায়ী পাখি সংরক্ষণে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধুবন গ্রাম সংলগ্ন আত্রাই নদীর পরিযায়ী পাখির অভয়াশ্রমের পাশের মাঠে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী পরিবেশবাদী সংগঠন ‘প্রাণ ও প্রকৃতি’র আয়োজনে এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহির আকন্দ।

স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘প্রাণ ও প্রকৃতি’র সভাপতি কাজী নাজমুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল সরকারি এমএম আলী কলেজের প্রাণী বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর এসএম ইকবাল, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য সাংবাদিক গোলাম রসুল বাবু, পরিবেশবাদী সংগঠন ‘তীর’ এর সভাপতি আরাফাত রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন