সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ

  19-01-2020 10:30PM

পিএনএস ডেস্ক : ঝিনাইদহের সাফদারপুর স্টেশনে নকশি কাথা ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার রাত আনুমানিক সাড়ে নয়টায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর থেকে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
তবে, তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কোটচাঁদপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে এসে সাফদারপুর স্টেশনে থামে। পরে সাফদারপুর থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। এসময় বিকট শব্দ হয়।

লাইনচ্যুত হওয়া ট্রেনটির চালক আব্দুস সোবহান বলেন, স্টেশন মাস্টারের ভুলে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ট্রেন লাইনের পয়েন্ট ভুল থাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। স্টেশন মাস্টার পয়েন্ট সেট করেননি। এটাকে মূলত সিগন্যাল ফেল বলে।

মোবারকগঞ্জ স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী সুমন কুমার জানান, আমি ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হয়েছি। খুলনা থেকে রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন