ডিমলায় পথ নাটক অনুষ্ঠিত

  22-01-2020 06:15PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : গ্রামীণ জনগোষ্ঠির উপর অক্্রফার্ম-পরিচালিত গবেষনায় নারীরা বিভিন্ন সেবা কাজে প্রতিদিন গড়ে ১৪ ঘন্টা সময় ব্যয় করে ।

এছাড়াও দারিদ্র গ্রামীণ নারীরা সাধারনত পুরুষের চেয়ে ৫ গুন বেশী সেবা কার্যের সাথে জড়িত থাকেন এই বিনা বেতনে সেবা কার্যের চাপ তাদের বিভিন্ন উপায়ে সুবিধা বঞ্চিত রাখে এবং অর্থনৈতিক কাজে নারীদের সরাসরি অংশগ্রহন বাধা গ্রহস্থ করে। এই বৈষম্য দূর করনার্থে বুধবার সকাল ১০টায় ৭ নং খালিশা চাপানী ইউনিয়ন ক্যানেল পাড়া দাভোস সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে অক্সফার্ম ও পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প সহযোগিতায় পল্লীশ্রী নাট্যদল দিনাজপুরের পরিবেশনায় পথ নাটক “নারীর সেবামূলক কাজের স্বীকৃতি চাই” অনুষ্ঠিত হয়। নাটকটি মঞ্চায়িত হওয়ার পূর্বেই সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী পুরান চন্দ্র বর্ম্মন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিক প্রকল্পের প্রযেক্ট অফিসার এম,এ, মকিম চৌধুরী, ফিল্ড ফ্যাসিলেটেটর সুমিত্রা রানী , রি-কল ২০২১ প্রকল্পের ফিল্ড-ফ্যাসিলেটের দবিরুল ইসলাম , গোলাম মোস্তফা, ফেরদৌস আরা, ইউসিএসও প্রকল্পের কমিউনিটি ভলান্টিয়ার সামসুদ্দিন মিয়া, ফিন্যান্স ও লজিষ্টিক অফিসার রবিউল ইসলাম ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন