নীলফামারীতে ভূমি কর্মচারীদের কর্ম বিরতি পালিত

  23-01-2020 07:58PM

পিএনএস, নীলফামারী প্রতিনিধি : বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিস কর্মচারীগণের গ্রেড (১৩-১৬) পদোন্নতি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতি করনের দাবীতে কর্ম বিরতি অবস্থান পালিত হয়।

গত ২০ জানুয়ারী বাবিকাকস ও বকাসস এবং কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ বিশেষ বাংলাদেশ কালেক্টটরেট সহকারী সমিতি (বকাসস) নীলফামারী জেলা আয়োজনে, এ কর্ম বিরতি অবস্থান অনুষ্ঠিত হয়।

বৃহষ্পতিবার সকাল ১০ টায় নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্ম বিরতিতে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন বাকাসস নীলফামারী সভাপতি ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক খালিকুজ্জামান, শফিকুল ইসলাম, আনোয়ারুল হক মিন্টু, আশরাফ আলী শাহ্ ফকির, জাকারিয়া হোসেন প্রমুখ। এতে বক্তাগণ বলেন ২৭ ফেব্রুয়ারীর মধ্যে দাবীদাবা পূরণ না হলে লাগাতর অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষগণ আমাদের এই ন্যায্য দাবীগুলো পূরণ করে আমাদের সন্তানদের মানুষের মত মানুষ গড়ার সুযোগ দান করবেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন