টেকনাফে কথিত বন্দুকযুদ্ধ, অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

  24-01-2020 11:24AM


পিএনএস ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার নাফ নদের তীরে এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

বিজিবির গুলিতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে বিজিবির দাবি।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খানের ভাষ্যমতে, জাদিমুরা নাফ নদের তীরে বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় কয়েকজন ব্যক্তিকে কাঁধে বস্তা বহন করতে দেখে তাদেরকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তারা সংকেত অমান্য করে দ্রুত এগিয়ে গেলে বিজিবি সদস্যরা তাদের পিছু নেয়। এ সময় তারা বিজিবির ওপর গুলি চালালে দুই বিজিবি সদস্য আহত হযন। বিজিবিও পাল্টা গুলি চালালে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজিবি অধিনায়ক বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে অনেকে তাকে রোহিঙ্গা নাগরিক বলে ধারণা করছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন