চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে

  24-01-2020 04:14PM

পিএনএস ডেস্ক : চট্টগ্রামের শুল্কবহরের বাবু কলোনি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু আগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের মোট ১২টি গাড়ির প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও সবগুলো ঘর পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে হয়েক হাজার মানুষ। তবে আগুনের সূত্রপাত নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি দমকল বাহিনী।

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মির্জাপোল বস্তির পশ্চিম দিকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরই তা অন্যান্য ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। ঘনবসতি হওয়ায় আগুনের তীব্রতা ছিল অনেক বেশি। যার ফলে, সাধারণ মানুষ আগুন লাগার সাথে সাথে তা নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, আশেপাশে অনেক বহুতল ভবন রয়েছে, গাড়ি প্রবেশের কোনও পথ সেখানে রাখা হয়নি। আশেপাশে পানির কোনও সংস্থান না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ইতিমধ্যে পুড়ে ছাই হয়েছে পুরো বস্তি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, ‘দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন