দুর্গম পাহাড়ে পপি বাগান ধ্বংস-আফিম উদ্ধার

  25-01-2020 12:02AM


পিএনএস ডেস্ক: বান্দরবান জেলার কেওক্রাডং ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পপি গাছ ধ্বংস করা হয়েছে। এছাড়াও ৬০ কেজি আফিম উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিনভর এ অভিযান চালানো হয়। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে বান্দরবান জেলার রুমা থানাধীন দুর্গম পাহাড় কেওক্রাডং এবং এর আশপাশের এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী আফিম ও হেরোইন উৎপাদনের লক্ষে পপি গাছ চাষ করছে। ওই এলাকায় র‌্যাব অভিযান শুরু করলে দুই পপি গাছ চাষি কৌশলে পালিয়ে যায়। পরে ওই এলাকার ৭ একর জায়গাজুড়ে ছড়িয়ে থাকা চারটি (নাইক্ষ্যংপাড়ায় ২টি, হ্লাচিংপাড়ায় ১টি, রেমাক্রি প্রাণশায় ১টি) পপি ক্ষেতের গাছ উপড়ে ফেলা হয় এবং ঘটনাস্থল থেকে অনুমানিক ৬০ কেজি আফিম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে বান্দরবান জেলার রুমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন