ডিমলায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

  27-01-2020 07:32PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “প্রতিবন্ধীতা ও বৈষম্যহীন স্বদেশ কুষ্ঠ মুক্ত হোক, আমাদের বাংলাদেশ” এবারের এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় বিশ্ব কুষ্ঠ দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ডিমলা কুষ্ঠ ও সাধারণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা রেজি নং-নীল/ডিম/৪৩০ সহযোগিতায় দিবসটি উপলক্ষে কমপ্লেক্স চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আর,এম,ও) ডাঃ রাহুল রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নূরুন্নার বেগম, উপজেলা এম,টি,ই,পি,আই অফিসার বাবু অজিত কুমার সিংহ রায়, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ফজলুল হক, সহ-স্বাস্থ্য পরিদর্শক মহাদেব কুমার রায়, টি,এম,সি,এ গোলাম রাব্বানী, রির্সাস সুপারভাইজার সহিদুন্নাহার রেখা, রির্সাস এসিষ্টেন্ড মশিউর রহমান, ডিমলা থানার এসআই সুরত চন্দ্র রায়, ডিমলা কুষ্ঠ ও সাধারণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মমিনুর রহমান প্রমূখ। কুষ্ঠ রোগ সমন্ধে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃপঃ কর্মকর্তা সারোয়ার আলম বলেন কুষ্ঠ কোন ছোয়াছে রোগ নয়। এ রোগের লক্ষণ সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন কারো শরীরে যদি সাদা ফ্যাকাসে দাগ হয় এবং সেই দাগে ষ্পর্শ করলে কোন অনুভূতি বা বোধ শক্তি পাবে না। এরুপ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যোগাযোগ করতে হবে এবং নিয়মিত ঔষধ সেবনে এ রোগ ভাল হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন