ডিমলায় শিক্ষার্থীদের নবীণ বরন ও বিদায় অনুষ্ঠান

  27-01-2020 08:50PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “শিক্ষার জন্য এসো সেবার জন্য যাও” এই স্লোগান করে ডালিয়া শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আয়োজনে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ এবং এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১০টায় উক্ত বিদ্যালয় মাঠে ডালিয়া শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল আলম চৌধুরীর সঞ্চালনায় নির্বাহী প্রকৌশলী পওর বিভাগ ও বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম এর-সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ নং খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার । এতে আরও বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য ডাঃ শফিকুল ইসলাম, রোস্তম আলী, ওয়াহিদুল ইসলাম , সুনীল চন্দ্র রায়, সহকারী প্রধান শিক্ষক মনছুরা বেগম, সহকারী শিক্ষক জবা রানী রায়, সান্তনা রানী রায়, মাধবী রানী রায়, আফরোজা আক্তার , রতন কুমার রায় প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডালিয়া শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুকুমার রায়। বিদায়ী ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, নবাগতদের উদ্দ্যেশে অভিনন্দন পত্র পাঠ করে শোনান পরীক্ষার্থী এশা আক্তার । সভাপতি তার বক্তব্যে বলেন শুধু জিপিএ-৫ এ শিক্ষার মূলমন্ত্র নহে। অনেক জিপিএ-৫ ভার্সিটির পরীক্ষায় টিকতে পারে নাই। এমন ভাবে অধ্যয়ন ও পাঠদান করতে হবে যাতে করে সকল ক্ষেত্রে মেধার যুদ্ধে টিকিয়ে থাকা যায়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে জাতি যত বড় শিক্ষিত সে জাতি ততবেশি উন্নত। প্রকৃত শিক্ষায় বয়ে আনে ভবিষ্যতের সাফল্য । তাই এমন শিক্ষা অর্জন করা দরকার যার দ্বারা সমাজ ও জাতি উপকৃত হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন