কাপাসিয়ায় দক্ষ মানবসম্পদ গঠনে অবহিতকরণ কর্মশালা

  27-01-2020 09:12PM

পিএনএস, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : অর্থ মন্ত্রণালয়ের ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (সেইপ) এর উদ্যোগে সরকারি খরচে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার গাজীপুরের কাপাসিয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান।
বেকার যুবক যুবতীদের দেশে-বিদেশে কর্ম সংস্থানের লক্ষ্যে পরিচালিত সামাজিক প্রচারাভিযান মূলক এ কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, এনজিও কর্মী, বেকার যুবক যুবতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মোঃ আরিফুল হক, ওয়ার্কসপ ফেসিলেটর মানিক কুমার, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, সমবায় অফিসার গোলাম মোর্শেদ মৃধা, যুব উন্নয়ন অফিসার শামীমা নাসরিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ। এর আগে সকালে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন