সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ

  28-01-2020 12:20PM

পিএনএস ডেস্ক: সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১০জন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন গেইট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত প্রক্টরিয়াল বডির সদস্য এবং ছাত্রলীগের সিনিয়র নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন গেইট এলাকায় বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রথমে বাকবিতাণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বাঁশ ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্ররা। এতে ১০-১২ জন ছাত্র আহত হয়েছেন।

আহতদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। চিকিৎসা কেন্দ্রের সামনেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে আবাসিক শিক্ষার্থীদের মাঝেও।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন