রৌমারীতে দুই ট্রলির রেষারেষিতে হেলপারের মৃত্যু

  28-01-2020 06:37PM

পিএনএস ডেস্ক : কুড়িগ্রামের রৌমারীতে বালু বোঝাই দুই ট্রলির রেষারেষিতে খাদে পড়ে এক ট্রলির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী (১৮) উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর নতুন গ্রামের লাল চাঁনের ছেলে।

আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কে বালু বোঝাই দুটি ট্রলি পাল্লা দিয়ে কর্তিমারীর দিকে যাচ্ছিল। এসময় পিছনের ট্রলি সামনের ট্রলিকে ধাক্কা দিলে দুই ট্রলিই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বাড়ির ওপর পড়ে যায়। এতে দুই ট্রলির চালক ও হেলপার আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসান আলীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অনুপ কুমার বলেন, ‘আহত তিনজনের মধ্যে নাজমুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো.দিলওয়ার হাসান ইনাম জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন