ময়মনসিংহে বাসচাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

  29-01-2020 09:22PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ গৌরীপুর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ - কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার শ্রীরামপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উজান কাশিয়ার গ্রামের ছাহারা বানু(৬২), প্রতিবন্ধী লাল মিয়া (৫০), তার মা রাবেয়া খাতুন (৭৫) ও সুতিরপাড় গ্রামের অটোচালক রফিকুল ইসলাম (৫৫)।

স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে কিশোরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে বাসটি মহাসড়কের চরশ্রীরামপুর এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাবিয়া খাতুন নিহত হন। আহত হন চারজন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় রাবেয়া খাতুন নামের এক বৃদ্ধা ঘটনাস্থলে মারা যান। তারপর আহত চারজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। তিনি আরো বলেন, বাসের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

ইশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. জয়নাল আবেদিন জানান, হাসপাতাল নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলাম, ছাহেরা খাতুন ও রাবিয়া খাতুন মারা যায়।

এ ঘটনায় আহত অন্যজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন