বকশীগঞ্জে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা

  12-02-2020 09:21PM

পিএনএস, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে জাতীয় সংগীত প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার।

প্রতিযোগিতায় উপজেলার সাতটি ইউনিয়নের সাত টি প্রাথমিক বিদ্যালয়, সাতটি উচ্চ বিদ্যালয় ও দুটি কলেজ এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. স্নিগ্ধা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু ,উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর ও সহসভাপতি আঃ রাজ্জাক মাহমুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন