মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন বাবা

  13-02-2020 07:04PM

পিএনএস, তানোর (রাজশাহী)সংবাদদাতা : রাজশাহীর তানোরে এক মাদকসেবী ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন এক বাবা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী)দুপুরে পৌর সদরের তানোর গ্রামের নিজ বাড়িতে ছেলেকে আটকিয়ে রেখে পুলিশের হাতে তুলে দেন বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো মাদকাসক্ত জাকারিয়া হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত জাকারিয়া হোসেন তানোর পৌর এলাকার তানোর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিতা আব্দুর রাজ্জাকের অভিযোগের প্রেক্ষিতে ইউএনও স্যারের ভ্রাম্যমান আদালতে মাদকাসক্ত জাকারিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। বিকেলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া তানোর থানামোড়ে এক বেকারী দোকানীকে অপরিচ্ছন্ন ও মেয়াদ উর্ত্তীণ মাল থাকার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন