অর্থ আত্মসাতের অভিযোগে সেই মিজান গ্রেপ্তার

  13-02-2020 07:56PM

পিএনএস ডেস্ক : খুলনা জেলা পরিষদের ৩৬ লাখ ৩৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে পরিষদের সাবেক প্রধান সহকারী মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর দুপুর ২টার দিকে জেলা পরিষদের সামনে থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ জানান, মিজানুর রহমান সিডিউল বিক্রি বাবদ ২৬ লাখ ১৮ হাজার, ভ্রমণ ভাতা বিল বাবদ ১ লাখ ৮৩ হাজার টাকা এবং খেয়াঘাটের খাস আদায় বাবদ ২১ লাখ ৩২ হাজার টাকাসহ মোট ৪৯ লাখ ৩৪ হাজার টাকা আত্মসাত করেছেন। এর মধ্যে ১৩ লাখ টাকা তিনি জেলা পরিষদের তহবিলে জমা দিয়েছেন। বাকি ৩৬ লাখ ৩৪ হাজার টাকা তিনি আত্মসাৎ করেছেন।

তিনি জানান, অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে মিজানকে কারাগারে পাঠানো হয়েছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন