বোরহানউদ্দিন উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত

  14-02-2020 12:15AM



পিএনএস ডেস্ক: ভোলার বোরহানউদ্দিনে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সড়ক পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনা, পৌর শহরের যত্রতত্র যানবাহন রাখা বন্ধকরণ, মেঘনা-তেতুলিয়ায় অবৈধ মাছ শিকারসহ বিভিন্ন প্রজাতি ধ্বংস বন্ধ করাসহ বিভিন্ন দপ্তরের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সভায় বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বড়মানিকা ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, কৃষি কর্মকর্তা ওমর ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনছার আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম,কুতুবা ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ, টবগী ইউপি চেয়ারম্যান কামরুল আহসান চৌধুরী, সাচড়া ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন এলাকায় দখলীয় খালসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ইউএনও জানান।

এছাড়া উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করেন। ওই সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল সরকারি, বেসরকারি বিভন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন