বগুড়ায় ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা

  11-02-2015 08:25PM

পিএনএস (আশরাফুল ইসলাম রতন) বগুড়া : বুধবার বগুড়া গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী বন্দর সংলগ্ন পোড়াদহ নামক স্থানে প্রায় চারশত বছর আগে থেকে স্থানীয় সন্ন্যাাসী পূঁজা উপলক্ষে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা অনুষ্ঠিত হয়। মেলাটি প্রতি বছর বাংলা সনের মাঘ মাসের শেষ বুধবার অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবারে অনুষ্ঠিত হয়। গাড়ীদহ নদী ঘেঁষে সম্পূর্ণ ব্যক্তি মালিকানা ১০০ বিঘা জমির উপর একদিনের জন্য মেলাটি প্রতি বছর অনুষ্ঠিত হয়। মেলাকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে আশেপাশের বাড়িতে আসা আত্বীয়-স্বজন এসে বাড়ী বাড়ী ভীড় জমিয়েছে। মেলার মূল আকর্ষণ দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ উঠে। বড় বড় মাছের মধ্যে রয়েছে বাঘার, কাতলা, বোয়াল, চিতল, গুজি পাঙ্গাস। এবার মেলা পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন মহিষাবান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুরহুম কিনা মন্ডলের পুত্র আব্দুল মজিদ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজেদা ইয়াসমীন ও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াজ উদ্দিন জানান, মেলায় অতিরিক্ত পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

পিএনএস/কাপাদো

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন