গাইবান্ধা-৩ আসনে উপনির্বাচন : ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  20-02-2020 05:51PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন বিকেলে ৫ টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এ্যাড. উম্মে কুলছুম স্মৃতি, বিএনপির মনোনিত প্রার্থী ডা. মইনুল হাসান সাদিক, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মইনুর রাব্বী চৌধুরী ও জাতীয় পার্টির অঙ্গ সংগঠন যুব সংহতির কেন্দ্রীয় নেতা মো. মঞ্জুরুল হক গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। মঞ্জুরুল হক নিজেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি তার মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র জমার বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৯ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মার্চ।

প্রসঙ্গত: ২০১৯ সালের ২৭ ডিসেম্বর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশনার এ আসনটি শূন্য ঘোষণা করেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন