শহিদ দিবস ঘিরে তানোরে বইমেলা শুরু

  21-02-2020 06:00PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজশাহীর তানোরে শুরু হলো তিন দিন ব্যাপী বইমেলা।

আজ (শুক্রবার) সকালে উপজেলা শহিদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই বই মেলার উদ্বোধন করা হয়। এর আগে ভোর ৬.৩৫ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ৭.৩০ মিনিটে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহিদ মিনার চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর থানা ওসি (ভারপ্রাপ্ত) রাকিবুল হাসানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

৩দিন ব্যাপী বই মেলায় ২২টি স্টলে বিভিন্ন লেখকের বই পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বই মেলার ষ্টলগুলোতে বই কিনতে ভিড় জমিয়েছেন। এছাড়া ৩দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন