গাইবান্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  21-02-2020 07:35PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

উপজেলার সরকারি, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক-বীমা, বিভিন্ন রাজনৈতিক দল ও এর অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করেন। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা শুরু হয়। গতকাল শুক্রবার একুশের প্রভাতে শহীদ মিনার পাদদেশে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলণ, র্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ বর্ণাঢ্য র্যালিসহ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পন শেষে আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক আফরোজা বারির সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহব্বায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে ছালমা, ইঞ্জিনিয়ার সৈয়দ মশিউর রাব্বানী আপেল, রেজাউল আলম রেজা প্রমূখ।

অপরদিকে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে পুষ্পমাল্য অর্পন করে। এতে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির উপজেলা সেক্রেটারী আব্দুল মান্নান মন্ডল, পৌর সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু প্রমূখ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন