পদ্মায় মিললো বিরল প্রজাতির ‘ম্যাগনেট’

  22-02-2020 03:03PM

পিএনএস ডেস্ক: পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ‘ম্যাগনেট’ মাছ। শনিবার ভোরে শরীয়তপুরের শুরেশ্বর উপজেলার কালাই গ্রামের জহির মিয়ার জালে একটি মাছটি ধরা পড়ে। মাছটির ওজন সাড়ে ৩ কেজি।

প্রতিদিনের মতোই মাঝ পদ্মায় নৌকা নিয়ে জাল ফেলেন জহির মিয়া। ভোররাতের দিকে হঠাৎ করে নৌকার জালে আটকা পড়ে বিরল প্রজাতির এই ম্যাগনেট মাছটি। পরে মৎস্য শিকারীরা অনেক চেষ্টার পর মাছটি নৌকায় তুলতে সক্ষম হন।

সকাল সাড়ে ৭টায় জেলেরা বিক্রির উদ্দেশ্যে মাছটি মাওয়া ঘাটের শ্রী জীবন দাশের মৎস্য আড়তে নিয়ে যাওয়া হয়। এ সময় উৎসুক জনতা আড়তে গিয়ে মাছটি দেখতে ভিড় জমান।

জানা যায়, আড়তে এ মাছটির দাম ওঠে ৪ হাজার টাকা। পরে খুচরা বিক্রেতারা মাছটি না কিনে খবর দেন উপজেরার লৌহজংয়ে পদ্মা সেতুর দোগাছি সার্ভিস এরিয়ায় প্রতিষ্ঠিত স্থাপন প্রাণী জাদুঘরে।

অনেকের ধারণা, সাগর থেকে ভাসতে ভাসতে পদ্মা নদীতে চলে এসেছে মাছটি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন