টঙ্গীতে লোহার ব্লিডের নিচে চাপা পড়ে প্রাণ গেল শ্রমিকের

  24-02-2020 03:27PM

পিএনএস, গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর মিলগেট এলাকায় এসএস স্টিল মিলে লোহার ব্লেডের নিচে চাপা পড়ে কাশেম হক (৩০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইসমাইল নামের আরও এক শ্রমিক আহত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনাটি ঘটে। নিহত কাশেম সিলেট জেলার বিশ্বনাথ থানার মান্দারুকা গ্রামের মৃত মোফাজ্জল হকের ছেলে।

কাসেমের স্ত্রী পেয়ারা বেগম জানান, কাশেম তার স্ত্রীকে নিয়ে মিলগেট লাল মসজিদ বস্তির মৃত ইসমাইল হোসেনের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতো। এসুবাদে সে এসএস স্টিল মিলে রড বাইন্ডিং শ্রমিক হিসেবে কাজ করে আসছে। প্রতিদিনের ন্যায় গত রবিবার রাতে কাজে যান কাশেম। সে সহ আরও শ্রমিকরা লোহার ব্লেডের গুদাম ঘরে কাজ করছিল। ভোর সাড়ে ৫টার দিকে নিরাপত্তাহীন ভাবে রাখা সারিবদ্ধ কয়েক টন ওজনের সিসিএম ব্লেড আচমকা কাশেমের উপর পড়ে যায়। এতে মাথা থেতলে ঘটনাস্থালেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় ইসমাইল নামের অপর এক শ্রমিক আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) থোয়াই অং প্রু মারমা ও টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জনান, নিহতের লাশ উদ্ধার মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন