মদ্যপ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতাদের হাতে ডিএসবি সদস্য লাঞ্ছিত

  24-02-2020 05:17PM

পিএনএস ডেস্ক : বগুড়ার নন্দীগ্রামে বহিষ্কৃত যুবলীগ নেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কনস্টেবল আবদুল মতিনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

রবিবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।

তারা হলেন- উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন (৩৯) ও সদস্য প্রসান্ত কুমার(৩২)।

তবে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন বহিষ্কৃত যুবলীগ নেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত।


এ ঘটনায় রাতেই ডিএসবি সদস্য আবদুল মতিন বাদি হয়ে মহন্তসহ ছয়জনের নামে মামলা দায়ের করেছেন।

মামলা ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ কনস্টেবল আবদুল মতিন নন্দীগ্রাম উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছিলেন।

এসময় মহন্ত তার সহযোগীদের সঙ্গে নিয়ে সেখানে পৌঁছেন। তিনি তখন মদ্যপ ছিলেন। ওই অবস্থায় তিনি ও তার সহযোগীরা কনস্টেবল আবদুল মতিনকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

বিষয়টি জানার পর পুলিশ সেখানে অভিযান চালিয়ে সুমন ও প্রসান্ত নামের দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে।

বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বলেন, এর আগে দুলাল চন্দ্র মহন্ত গাঁজাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার করা হয়নি।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির জানান, ওই ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল মহন্তসহ ছয়জনের নামে থানায় মামলা হয়েছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুলাল মহন্তকে গ্রেপ্তারে রাত থেকেই চেষ্টা করছে পুলিশ।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন