ডিমলা ভূমি অফিসের কর্মচারীদের কর্মবিরতি

  25-02-2020 07:29PM

পিএনএস, নীলফামারী ডিমলা প্রতিনিধি : ভূমি অফিস কর্মচারীগণের গ্রেড (১৩-১৬) পদোন্নতি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতি করণের দাবীতে কর্ম বিরতি অবস্থান পালিত হয়। গত (২০ জানুয়ারী) বাবকিাকস ও বাকাসস এবং কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ বিশেষ বাংলাদেশ কালেক্টটরেট সহকারী সমিতি (বাকাসস) নীলফামারী জেলা আয়োজনে, এ কর্ম বিরতি অবস্থান পালিত হয়।

মঙ্গলবার সকাল ০৯ টায় নীলফামারী ডিমলা উপজেলা মাঠে এ কর্মবিরতি অবস্থান কর্ম সূচীতে বক্তব্য রাখেন বাকাসস উপজেলা সভাপতি দিলীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, মঞ্জরুল হক খান, আবুল কাশেম প্রমুক ।

এতে বক্তাগণ বলেন ২৭ ফেব্রুয়ারীর মধ্যে দাবীদাবা পূরণ না হলে ঢাকায় মহা সমাবেশের মাধ্যমে কঠোর থেকে কঠোরতম লাগাতর অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষগণের নিকট আমাদের এই ন্যায্য দাবীগুলো পূরণ করে আমাদের ভবিষ্যত প্রজন্মদেরকে মানুষের মত মানুষ গড়ার সুযোগ দান করবেন।

পিএনএস / এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন