ডিমলায় দুস্থ নারী কর্মীদের লটারীর মাধ্যমে নির্বাচন

  27-02-2020 08:24PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : স্বামী স্ত্রী করি কাজ সংসারে সুখ শান্তি বার মাস। এই স্লোগান করে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী -৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিয়ন সড়ক রক্ষণাবেক্ষণের জন্য ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দের উপস্থিতিতে দুঃস্থ নারীকর্মীদের লটারীর মাধ্যমে নির্বাচিত করা হয়।

বৃহষ্পতিবার সকাল ১১ টায় নীলফামারী ডিমলা উপজেলার ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ০৯ ওয়ার্ডে বিনামূল্যে প্রায় শতাধিক দুঃস্থ ও বিধবা নারীদের অংশগ্রহণে লটারীর মাধ্যমে উন্মুক্ত ১০ জন নারী কর্মীদের নির্বাচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়, ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী জিকরুল আমিন, এলজিইডি সাব এ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার শওকত কবীর, এলজিইডি সিও আশাদুজ্জামান মানু, ইউপিসদস্যবৃন্দ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শফিকুল ইসলাম, সাংবাদিকবৃন্দ, প্রমূখ। লটারী অনুষ্ঠিত হওয়ার পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন- এ লটারীর আওতায় শুধু তারাই থাকবে যারা সরকারী কোন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। পাশাপাশি তিনি সংসারের সুখ ও সমৃদ্ধি উত্তরনের লক্ষ্যে পরামর্শ প্রদান করেন । চেয়ারম্যান বলেন- বিনামূল্যে ৪৫ এর মধ্যে অসহায় দুঃস্থ বিধবা মহিলাদের নির্বাচন করার মাইকিং করে এবং হাটে ঢোল শরৎ করে আপনাদেরকে জানানো হয়েছে । যে কোন কাজে এ স্বচ্ছতার ধারা অব্যাহত রাখার ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি। তাহলেই পাব একটি মডেল পরিষদ উপহার দিতে। অতপর চেয়ারম্যান উপস্থিত মহিলাদের লটারীর মাধ্যমে বিনামূল্যে ৪ বছরের জন্য ১০ জনকে নির্বাচন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন