'মুসলিমরা জেগে উঠলে হামলাকারীরা পালাবার পথ পাবে না'

  28-02-2020 08:42PM

পিএনএস ডেস্ক : ভারতের দিল্লীতে সাম্প্রতিক সময়ে মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, হত্যা ও মসজিদের আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে।

আজ শুক্রবার বাদ জুম্মা সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের চকবাজার জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বাকীগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা মোজাফফর হোসেন প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা ভারতের দিল্লীতে মুসলিমদের ওপর হামলা চালিয়ে নির্যাতন, হত্যা ও মসজিদ জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদ জানিয়ে বলেন, মুসলিমরা প্রতিহিংসাপরায়ণ নয়, মুসলিমরা সহনশীল। আমরা কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত করব না। কারো ধর্মীয় উপাসনালয়ে আঘাত করবো না। আমরা শুধু ন্যাক্কারজনক এ ঘটনার দোষীদের শাস্তি দাবি জানাচ্ছি।

বক্তারা ভারতে মুসলিমদের শান্তিতে বসবাস করতে দেওয়ার আহবান জানিয়ে বলেন, অন্যথায় সারাবিশ্বের মুসলিমরা জেগে উঠলে হামলাকারীরা পালাবার পথ খুঁজে পাবে না।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন