ডিমলায় সূর্যমূখী ফসলের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

  24-03-2020 06:15PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : কৃষি প্রধান এই দেশে সোনালী ফসলের পাশাপশি সূর্যমূখী তৈল বীজের বাম্পার ফলনে কৃষকের মূখে সুখের হাসির সঞ্চায় যোগায়েছে ডিমলা কৃষি বিভাগ। নীলফামারী জেলার ডিমলা উপজেলার কৃষি বিভাগ এর সার্ভিক তত্তাবধায়নে প্রায় ১২ বিঘা জমিতে সূর্যমূখী তৈল বীজ ফসলে লভবানের মূখ দেখছেন কৃষকগণ।

উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রাজস্ব খাতের অর্থায়নে ২০১৯-২০ উপজেলা বালাপাড়া ছাতনাই ব্লোকের ৫ বিঘা, এছাড়াও ঠাকুরগঞ্জ এলাকায় এক সঙ্গে ২ বিঘা, বীজ সহায়তার আওতায় কৃষক নিজ উদ্দ্যেগে আকাশকুড়িতে ১ বিঘা, বাবুর হাটে ১ বিঘা, সুন্দর খাতা ব্লোলকে ১ বিঘা, ঝুনাগাছ চাপানীতে ২ বিঘা সহ মোট ১২ বিঘা জমিতে সূর্যমূখী তৈল বীজের চাষাবাদ করেন। সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, ফলন খুবই সন্তোষ জনক এবং কৃষকগণ আশাবাদী যে, প্রতি প্লোট হতে আশাব্যাঞ্চক বীজ পাওয়া যাবে।

এই বীজ ক্রয়-বিক্রয় বিষয় জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সেকেন্দার আলী বলেন সরকারি ভাবে কৃষি বিভাগের তত্তাবধায়নে এ বীজ ক্রয় করা হবে। এ ছাড়া তিনি আরো বলেন, আমাদের দেশের কিছু প্রতিষ্ঠান এ বীজ ক্রয়ে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন। কৃষক আবু হোসেন ও অহেদুল ইসলাম প্রতিবেদককে জানান, উপজেলা কৃষি বিভাগের সার্বক্ষনিক মনিটরিং, বীজ উপকরণে সহায়তা প্রদান করেছেন। আশা করি প্লোট (বিঘা) প্রতি ২০ হাজার টাকা বিক্রয় করতে পারব। মঙ্গলবার দুপুরে প্লোট পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার ফয়জুল বারী, এ এইচ এম শাহিন রেজা, সাংবাদিক মোহাম্মদ আলী সানু, লাজু হোসেন সহ এলাকার কৃষকবৃন্দ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন