টেকনাফে লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে রোহিঙ্গা নিহত

  24-03-2020 08:34PM

পিএনএস ডেস্ক : কক্সবাজারের টেকনাফে লুডু খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে ছুরিকাঘাতে মোহাম্মাদ আবু তাহের বাবুর্চি (৩৮) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। তিনি টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া এলাকার মোহাম্মদ এবাদুল্লাহর ছেলে।

মঙ্গলবার বিকেলে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ায় এ ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ায় লুডু খেলার এক পর্যায়ে কথা কাটাকাটির হয় তাদের মধ্যে। কিছুক্ষণ পরে প্রতিপক্ষরা তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে আহত অবস্থায় তাহেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাসিম ইকবাল বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন