গোপালপুরে ব্যস্ততম সড়ক ফাঁকা

  24-03-2020 09:16PM

পিএনএস, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সারা দেশের মত টাঙ্গাইলের গোপালপুরে করোনা আতঙ্ক ও প্রতিরোধে থমকে গেছে জনজীবন। বিশেষ কোন প্রয়োজন ছাড়া মানুষজন ঘরের বাইরে বেরুচ্ছেন না। ব্যস্ততম সড়কগুলো ফাঁকা ও দোকানপাট বন্ধ হয়ে গেছে।

নিত্য প্রয়োজণীয় জিনিসপত্র কিনতে যারা বেরুচ্ছেন তারাও মুখে বাড়তি সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করছেন। কমে গেছে ব্যবসায়ীদের বেচাকেনা।

চিরচেনা কোলাহলমুখর বিপনি বিতানগুলোতে এখন রাজ্যের নিরবতা । নিজেদের নিরাপত্তার খাতিরেই ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে গোপালপুর পৌর শহর। যত দিন গড়াচ্ছে ততই চারদিকে বাড়ছে করোনা ভাইরাস আতঙ্ক ও প্রতিরোধে জনসচেতনা।

করোনা ভাইরাসের প্রভাবে এরই মধ্যে সরকারি নির্দেশে বন্ধ হয়ে গেছে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান। ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো চলছে। সেগুলোতেও আগের মতো বিকিকিনি নেই।

তবে গ্রামাঞ্চলে এখনো জনসচেতনতা গড়ে উঠেনি। কিছু কিছু বাজার বা মোড়ে মোড়ে চলছে জনসমাগম। এতে করে বিপাকে পড়েছে স্থানীয় সচেতন মহল।

এ ব্যাপারে তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন