করোনা : আশুগঞ্জে সাপ্তাহিক হাট-বাজার বন্ধ ঘোষণা

  25-03-2020 11:36AM


পিএনএস ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার রোধে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সকল প্রকার সাপ্তাহিক হাট বাজার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার এই বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে আশুগঞ্জ উপজেলার সর্বসাধারণের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় রেখে পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত উপজেলার সকল সাপ্তাহিক হাট-বাজার মঙ্গলবার (২৪ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হল।

এই বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান, আশুগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি সাপ্তাহিক বড় হাট রয়েছে। এসব হাটে বিপুল পরিমাণ লোকজন জড়ো হয়। এতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই অনির্দিষ্ট সময়ের জন্য হাটগুলো বন্ধ রাখা হয়েছে।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন