করোনায় আক্রান্ত অপবাদ সইতে না পেরে এক যুবকের আত্মহত্যা

  25-03-2020 04:44PM

পিএনএস ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা আক্রান্ত হওয়ার অপবাদ সইতে না পেরে জাহিদুল নামের এক যুবক আত্মহত্যা করেছেন। আজ বুধবার পুলিশ উপজেলার রামচন্দ্রপুর থেকে তার লাশ উদ্ধার করে। ওই যুবক হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

জাহিদুল ইসলাম গত দেড়মাস ধরে ঢাকায় চাকরী করতো। দুইদিন আগে সে তার গ্রামের বাড়ি রামচন্দ্রপরে আসে। স্বর্দি জ্বরে আক্রান্ত অবস্থায় সে বাড়িতে আসলে এলাকার লোকজন তাকে করোনা আক্রান্ত বলে সন্দেহ করে এবং তাকে সরাসরি করোনা রোগী হিসেবে অপবাদ দেয়। তার শরীর আগের চেয়ে অনেক শুকিয়ে যাওয়ায় সে নিজেই বিচলিত ছিল।

এলাকার লোকজনের এই করোনা আক্রান্ত অপবাদ সইতে না পেরে মঙ্গলবার রাতে বাড়ির অদূরে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আজ সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার এসআই মামুন জানান, পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে পুলিশ জাহিদুলের আত্মহত্যার কারণ উৎঘাটনে তদন্ত শুরু করেছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন