শেরপুরে দরিদ্র মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

  25-03-2020 09:04PM

পিএনএস, শেরপুর (বগুডা) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের উদ্যোগে দশটি ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫মার্চ) দুপুরে উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যানদের মাধ্যমে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু। এসময় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী শেখ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আমীর হামজা, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ রায়হান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী মন্টু, সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের অর্থায়নে দুই হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার ও চার হাজার মাস্ক বিতরণ করা হয়। প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা পরিষদের উদ্যোগে গণসচেতনতায় নানা কার্যক্রম অব্যাহত রয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন