করোনার মাঝেই কুরিয়ার সার্ভিসে পণ্যের বদলে এলো মানুষ!

  25-03-2020 11:08PM

পিএনএস ডেস্ক : করোনা আতঙ্কের মাঝেই ঢাকা থেকে রাজশাহীতে কুরিয়ার যোগে পণ্যের বদলে মানুষে আনার অভিযোগে আহমেদ কুরিয়ার সার্ভিসকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ মার্চ) রাজশাহী নগরীতে আহমেদ কুরিয়ার সার্ভিসকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লোসনি চাকমা জানান, করোনা আতঙ্কের মাঝেই ঢাকা থেকে রাজশাহী নগরীতে আহমেদ কুরিয়ার সার্ভিস, কুরিয়ার যোগে পণ্যের বদলে মানুষ নিয়ে আসে। বিষয়টি অবগত হলে ভ্রাম্যামাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আহমেদ কুরিয়ার সার্ভিসের মালিক নবুয়াত আলী জরিমানা প্রদান করেন।

এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আহমেদ কুরিয়ার সার্ভিসের সকল কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন