বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সড়কে তীব্র যানজট

  26-03-2020 12:11AM

পিএনএস, সিরাজগঞ্জ প্রতিনিধি : ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপের কারণে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের কড্ডার মোড় থেকে নলকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এছাড়াও নলকা থেকে হাটিকুমরুল গোলচত্বর, হাটিকুমরুল গোলচত্বর থেকে ঘুড়কা বাজার পর্যন্ত ধীরগতিতে চলছে যানবাহন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, ঈদের সময় ঘরেফেরা মানুষের যেমন চাপ থাকে তেমনটাই আজ সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের প্রচুর চাপ থাকার কারণে কড্ডার মোড়, ঝাঐল ওভারব্রিজ ও নলকা মোড় এলাকায় যানজট রয়েছে।

এদিকে কড্ডা থেকে মুলিবাড়ী ও সেতুর গোলচত্বর পর্যন্ত ধীরগতিতে চলছে গাড়িগুলো। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, নলকা মোড় এলাকার পর থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে তীব্র যানজট থাকলেও হাটিকুমরুল গোলচত্বর, পাঁচলিয়া এলাকায় কচ্ছপ গতিতে চলছে গাড়ি। এখনও যাত্রীবাহী গাড়ির প্রচুর চাপ রয়েছে। তবে পুলিশ মাঠে রয়েছে।

পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন