রাঙামাটিতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে 'জেএসএস কর্মী' নিহত

  26-03-2020 12:27AM

পিএনএস, রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলিতে সংস্কারপন্থী জেএসএস (এমএন) কর্মী দূর্দব চাকমা (৪৫) নিহত হয়েছেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী মিলেবো চাকমাও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার রূপকারি ইউনিয়নের বিজয়ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে কাজ শেষে বাসায় ফিরে রাতে ঘুমিয়ে ছিলেন দূর্দব ও তার পরিবার। এসময় একদল সন্ত্রাসী অতর্কিত ব্রাশ ফায়ার করে। এতে ঘুমন্ত অবস্থায়ই গুলিবিদ্ধ হয়ে মারা যান দূর্দব। তার স্ত্রীর পায়েও গুলি লাগে।

এ বিষয়ে জেএসএস বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জ্ঞানোজীব চাকমা জানান, দূদর্ব তার দলের সক্রিয় সদস্য। সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলেন দাবি করেন তিনি।

হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান জ্ঞানোজীব চাকমা।

বাঘাইছড়ি থানার ওসি এমএ মঞ্জুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারে ঘটনাস্থল গেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন